নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাঠ দিবস পালিত হয়েছে। গত শুক্রবার বালিগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফলন পার্থক্য কমানো, বীজ উৎপাদনের ও সংরক্ষণ প্রযুক্তি (ব্রি ধান ৮৭) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশীদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, দেশের খাদ্য উৎপাদন বাড়াতে সব মৌসুমে ফসল আবাদ করতে হবে। প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মামুন, সিআইজি সমিতির সদস্যগণসহ স্থানীয় ব্যক্তিবর্গ।