রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
শীতের শুরুতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোন সীমান্ত এলাকার পাহাড়ি-বাঙালি এবং গরীব অসহায় মানুষের কষ্ট কিছুটা দূর করার লক্ষ্যে শীতার্তদের মাঝে সাড়ে ৪শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। গতকাল বুধবার সকাল ৯টায় তৈচালা পাড়াস্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তর প্রাঙ্গণে রামগড় জোনের আওতায় বিভিন্ন বিওপি এলাকায় একযোগে শীতার্তদের মাঝে কম্বল-শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জোন স্টাপ অফিসার সহকারী পরিচালক রাজু আহামেদ বলেন, ৪৩ বিজিবি ও রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন বিওপিসহ তার আশেপাশের এলাকায় সাড়ে ৪শত গরীব ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে মানবিক দায়বদ্ধতা থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জোন স্টাপ অফিসার সহকারী পরিচালক রাজু আহামেদ এর সহধর্মিণী। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।