নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের ল্যাব সহকারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১৮/০৮/২০২২ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে ০৩ (তিন) জন ল্যাব সহকারী হিসেবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরা হলেন- আশিক মন্ডল, ইমাম হোসেন ও বিপুল মন্ডল। বিধি মোতাবেক সর্বনিম্ন (তিন) জন হলে কোরাম পূর্ণ হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন তার পছন্দের প্রার্থী আশিক মন্ডলকে চুক্তি মোতাবেক নিয়োগ প্রদানের জন্য পরিকল্পনা করে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক বিপুল মন্ডলকে ল্যাব সহকারী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করান।
তদন্তে জানা গেছে যে, বিপুল মন্ডল আদৌ এই পদের জন্য যোগ্য প্রার্থী নন। বিধি মোতাবেক তিনি ল্যাব সহকারী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য। অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন তার পছন্দের প্রার্থীকে নিয়োগের জন্য তথ্য গোপন করে নিয়োগ বোর্ডকে পাশ কাটিয়ে বিপুল মন্ডলকে শুধুমাত্র কোরাম পূরণ করার জন্য এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ প্রদান করেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের একজন অভিভাবক সদস্য অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন এর কাছে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অধ্যক্ষের দূর্নীতির বিষয়ে তদন্ত সহকারে বিচার দাবী করেছেন।