রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে রামেক হাসপাতালের ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়। মৃত দুইজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনা জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮)। তারা দুইজনই গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় এবং ঐ দিন রাতেই তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তারা দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত ছিল। তাদের শরীরে ডেঙ্গুর ভেরিয়েন্ট প্রকট আকার ধারণ করায় চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে ১২ নভেম্বর ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। এ নিয়ে হাসপাতালে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন রোগী।