হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় শয্যার খাটিয়া থেকে পড়ে মো. তাহসিন আহমেদ নামের ১১ মাস বয়সী একজন ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
শিশুটির পিতা মো. হাবিবুর রহমান জানান, তাহসিন কয়েকদিন যাবৎ ঠান্ডা জ¦রে ভুগছিল। স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ কিনে এনে তাকে খাইয়েছিলাম। কিন্তু এতে সে সুস্থ হচ্ছিল না। আজ (গতকাল বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য তার মা তাকে ঘরের শয্যার খাঁটিয়ায় বসিয়ে তার গায়ে পরানোর জন্য ঘরের সোকেস থেকে নতুন জামা বের করছিল। এসময় তাহসিন হঠাৎ খাটিয়া থেকে ঘরের পাকা মেঝেতে পড়ে যায়। এতে তার পুরো শরীর নীল হয়ে গিয়ে দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এসময় তাকে সুস্থ করার জন্য শরীরে পানি ঢালা হয়। এরপরেই তাহসিন আর কোনো সাড়া শব্দ করেনি। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদউল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। চেয়ার থেকে পড়ার পর তার শরীরে কোনো পানি না ঢেলে সাথে সাথে যদি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া যেতো তাহলে হয়তো বাঁচানো যেতো। ধারণা করা হচ্ছে, চেয়ার থেকে ঘরের মেঝেতে পড়ে যাওয়ায় শিশুর অক্সিজেন কমে গিয়েছিলো। আর এসময় রোগীর শরীরে পানি ঢালায় তার আরো সমস্যা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চেয়ার থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার স্বজনদের অনুমতি দেয়া হয়।