হবিগঞ্জ প্রতিনিধি
এমওডিসি (ল্যান্স কর্পোরাল) সদস্য ৩ সন্তানের জনক এম এ সালমান বিমানের পাইলট পরিচয়ে ঢাকা মধ্যবাড্ডার বেগম হাজেরা ইসলাম জিনাত নামের কণ্ঠশিল্পীকে বিয়ের পর ৩ বছর সংসার করে অস্বীকার করছেন মর্মে অভিযোগ উঠেছে। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ন পাড়া মহল্লার আবুল হোসেনের পুত্র। সালমান বতর্মানে এমডিসি গার্ড হিসেবে কুর্মিটোলা বালুরঘাটে কর্মরত। তার কার্ড নংঃ এম ০০০৯৫৬, সিরিয়াল নং-৫০২১৩২। বিয়ের স্বীকৃতি চেয়ে ওই রমনী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৮- এ মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সালমানের সাথে ২০২০ সালে ফেসবুকে পরিচয়ের সুবাদে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। একপর্যায়ে গুলশান লেক পার্কে তারা দু’জন প্রায় সময়ই দেখা করতেন। একদিন গুলশান নতুন বাজারস্থ এলাকার এক বন্ধুর বাসায় নিয়ে সালমান জিনাতকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়ে জনৈক মাওলানার মাধ্যমে তাদেরকে বিয়ে দেন। প্রায় ৩ বছর ২য় স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করেন তিনি।
এদিকে মামলার বিবরণ ঘেটে আরও জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর সালমান কেঁদে কেঁদে প্রতিদিন কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিক জিনাতকে পাঠাতেন। ধীরে ধীরে সালমানের প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। বিবাহের পর একপর্যায়ে তিনি সালমানকে কাবিন করার জন্য চাপ দিলে তিনি বলেন, তুমি তো আমার ইসলামি শরিয়ত মোতাবেক স্ত্রী। কাবিনের প্রয়োজন নাই। তিনি এতে সন্তুষ্ট না হলে একটি ব্ল্যাংক স্ট্যাম্পে দস্তখত নিয়ে সালমান বলে এটা দিয়ে কাবিন করবেন। এরপর নানা তালবাহানা করে বিয়ে করা স্ত্রী জিনাতের সাথে বরাবরের ন্যায় লিভ টুগেদার করতে থাকে। পুনরায় কাবিনের জন্য চাপ দিলে গত চারমাস আগে হঠাৎ সালমান তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আদালতকে বাদী জানান, সালমান যাতে করে আমাকে স্ত্রীর অধিকার দিয়ে ঘরে তুলে সেই ব্যবস্থার জন্য আপনার নিকট জোর দাবী করছি। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে বেগম হাজেরা ইসলাম জিনাত জানান, বিবাহের পর বাসায় আমার জন্মদিনে সালমান আর আমার অন্তরঙ্গ মুহুর্তের ছবি আমার কাছে আছে এমনকি একসাথে একই বাথরুমে দু’জন গোসল করারও ভিডিও আছে। আমাকে বউ সম্বোধন করে ফেসবুকে চ্যাটিংয়ের অসংখ্য স্ক্রীনশর্ট আমার কাছে আছে। আমি স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত মামলা লড়ে যাবো। জিনাত আরো জানান, সালমান আমাকে অস্বীকার করার পর আমি হবিগঞ্জ এবং বানিয়াচংয়ে গিয়ে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি অবগত করি।
এ ব্যাপারে অভিযুক্ত সালমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি একটা কথাই বলেন যে, ওই মহিলা ভালো না খুব খারাপ। তিনি যে খারাপ আপনি যোগাযোগ না করলে জানলেন কিভাবে এই প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
এ মামলার তদন্তকারী আগারগাঁও পিবিআই কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান, তদন্তের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দেওয়া হবে।