বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মোঃ মাহাবুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার হুমকি ও তার চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম অন্তঃদ্বন্দ্ব চলছে। এমনকি ভুক্তভোগী মাহাবুলকে এলাকা ছাড়ার হুমকিও দিয়েছেন তারা। মাহাবুল উপজেলার রামেশ্বরপুর, চন্ডিপুর গ্রামের মোঃ আহমেদ আলী পাশান এর ছেলে।
জানা যায়, ৬ মাস আগে পিয়োভাগ মৌজার মোঃ ফরহাদ আহমেদ বিপুলের ৩ বিঘা পুকুর মাছচাষের জন্য লিজ নেয় মাহাবুল। এই পুকুর লিজ নেওয়ার সময়ই প্রতিপক্ষ তাকে বাধা-বিপত্তিসহ নানা হুমকি-ধমকি দিতে থাকে এবং এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত এমন অন্তঃদ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী মাহাবুল ইসলাম।
নিজের ব্যবসা-বাণিজ্য, আত্মরক্ষার তাগিদে এবং প্রশাসনের সহায়তা পেতে সে উপজেলার রামেশ্বরপুর, চন্ডিপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন, মোঃ এনামুল হক, মোঃ নয়ন, মাসুদ ও মবেসহ আটজনকে অভিযুক্ত করে গত ১৮-১০-২০২২ইং তারিখে নাটোর কোর্টে ফৌঃকাঃবিঃ ১০৭/১১৪/১১৭(৩) ধারায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, এ বিষয়ে দু’কথা হয়েছে এটা ঠিক, তবে তাকে কেউ হুমকি-ধমকি দেয়নি। আমরা কোর্টের জামিন নিয়ে এসে এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য এলাকার প্রতিনিধি, মাতব্বরসহ কিছু লোকজনকে ডেকে নিয়ে বসবো। সে পর্যন্ত পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা যতটুকু আমি জানি দু’পক্ষের একটু বাক-বিতন্ডা হয়েছে। কিন্তু ঘটনাটি নিয়ে কোর্টে মামলা হয়েছে এমনটি জানা ছিলো না। তবে মীমাংসার স্বার্থে দু’পক্ষ ডেকে বসলে হয়তো দ্বন্দ্ব নিরসন সম্ভবপর বলে মনে করছি।