সিলেট প্রতিনিধি
সিলেটের সবজি বাজারের দাম ক্রমাগত বেড়েই চলছে। দিনদিন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও স্থানীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ অবস্থার সৃষ্টি। বাঁধাকপি ৫০-৫৫ টাকা, ৪৫ টাকার শসা ৫৫-৬০ টাকা, ৫০ টাকার কাঁচামরিচ ৮০ টাকা, ৩০ টাকার মূলা ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের কচুরমুখি ৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন তার দাম বেড়ে হয়েছে ৫০-৫৫ টাকা। ঝিঙার দামও বেড়েছে। আগে ৫০ টাকায় কেজি ঝিঙা বিক্রি হলেও এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
জীবন মিয়া নামে একজন ক্রেতা বলেন, গত সপ্তাহে টমেটো কিনেছি ৮০ টাকা কেজি। গত মঙ্গলবার কিনলাম ১২০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা দাম বেড়েছে। এখন সবজিও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সবজি বিক্রেতা ইকবাল হোসেন বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। কোনো কোনো সবজি দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে। পৌরসভাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ এক সপ্তাহ আগে ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। তাছাড়া ৬০-৮০ টাকার টমেটো ১২০-১৩০ টাকা, ৮০ টাকার শিম ১২০-১৩০ টাকা, ৪৫ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার ঢেঁড়স ৫০-৬০ টাকা, ৪০ টাকার পটল ৫০ টাকা, ৫০ টাকার গাজর ১২০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, ২৬ টাকার আলু ৩০ টাকা, ৪০ টাকার ঝিঙ্গা ৫০ টাকা।