কুষ্টিয়া প্রতিনিধি
মাঠ ভরা সবুজ ধান ক্ষেত। কোন কোন ক্ষেতে ধানের শীষ বেরিয়ে এসেছে। আবার কোন ক্ষেতে বেরোনোর পথে। এরই মাঝখানে কিছু জমির ধান গাছ শুকিয়ে সাদা হয়ে গেছে। অপুষ্ট ধানের ছড়াগুলোরও একই অবস্থা। আর বড় জোর ১৫ দিন পর ধান কেটে ঘরে তোলা হত। নতুন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন ক্ষেত মালিকরা। কিন্তু তাদের সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এলাকার গোষ্ঠীদ্বন্দ্বে। শত্রুতা করে আগাছা নিধনের বিষ প্রয়োগ করে বিনষ্ট করা হয়েছে ওই ধানক্ষেত। ১০ বিঘা জমির রোপা আমন বিনষ্ট করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের। ওই জমি থেকে কমপক্ষে দেড়শ মণ ধান উৎপাদন হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। গেল সপ্তাহে এ ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। লক্ষ্মীপুর গ্রামের ইছহাক আলী ও আশরাফুল ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।
আশরাফুল জানান, প্রতিপক্ষ ইছহাক আলীর লোকজন এ মৌসুমে শুরুতেই ধান রোপণ করতে নিষেধ করে দিয়েছিল আশরাফ ও তার পক্ষের লোকদেরকে। সে নিষেধ উপেক্ষা করে কিছু জমিতে ধান রোপণ করেন তারা। এসব জমির ধানের ছড়া বেরিয়ে এসেছে বেশ কিছুদিন আগেই। ৫/৬ দিন আগে আশরাফুলসহ তার পক্ষের কয়েকজনের প্রায় ১০ বিঘা জমির উঠতি রোপা আমন ক্ষেতে আগাছা দমনের বিষ প্রয়োগ করা হয়। ফলে ওই ক্ষেতের ধানগাছ শুকিয়ে মারা গেছে। এসব ক্ষেত থেকে অন্ততপক্ষে দেড়শ মণ ধান উৎপাদন হতো বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া এক বিঘা জমির মরিচ ক্ষেত একইভাবে নষ্ট করা হয়েছে। অন্যদিকে একই গোষ্ঠীর বধার মুখে আরো প্রায় ১০ বিঘা জমি আবাদ করা সম্ভব হয়নি বলেও দাবি ক্ষতিগ্রস্তদের। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন। এদিকে ক্ষেতের উঠতি ধান বিষ দিয়ে বিনষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। তারাও বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। মানববন্ধনও করেছেন দোষীদের শাস্তির দাবিতে। তবে অভিযোগের তীর যার দিকে সেই ইছহাক আলী এ ঘটনার জন্য উল্টো ধান ক্ষেত মালিকদের দায়ী করছেন। তার দাবি, অভিযোগকারীরা নিজেরাই তাদের ক্ষেতে বিষ প্রয়োগ করেছে। আশরাফুলের লোকজন তাদেরকে ফাঁসাতে ঘটনা ঘটিয়েছে বলেও দাবী করেন ইছহাক।
দৌলতপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার কিছু অংশ দৌলতপুর উপজেলা এবং বাকিটা পাশের মিরপুর উপজেলার মধ্যে পড়েছে। তবে এখন পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।