কক্সবাজার প্রতিনিধি
কিছুদিন শান্ত থাকার পর আবারো তুমব্রু এবং হোয়াইক্যং সীমান্তের মানুষ শুনলো মিয়ানমারের গুলি ও মর্টারশেলের বিকট শব্দ। আবারো ভয় ধরেছে স্থানীয়দের মনে। গেল রোববার দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু, কক্সবাজারের উখিয়া, পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের বাসিন্দারা। এর আগে টানা কয়েকদিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল বলে জানায় তারা।
পাংলখালী আঞ্জুমান এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, রোববার রাত ৩টা থেকে ভোর ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের লোকজন ভয়ে ঘুমাতে পারেনি।
গত সোমবার মধ্যরাত থেকে গুলির শব্দ শুনতে পান টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের বাসিন্দারা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা বলেন, গত সোমবার মধ্যরাত থেকে সকাল ১০টা পর্যন্ত গুলির বিকট শব্দ শুনেছি। মনে হলো, এসব গুলি আমাদের বাড়ির উপর এসে পড়ছে। তিনি আরও বলেন, সকালে গুলির শব্দের সময় মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টারও উড়তে দেখেছি।
পালংখালী ইউপি চেয়ারম্যান আবদুল গফুর চৌধুরী বলেন, আঞ্জুমান সীমান্তে গুলির বিকট শব্দ শোনার পর আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।
এদিকে গত সোমবার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সীমান্ত পরিদর্শন করে বলেন, মিয়ানমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ করেছে বিজিবি এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সতর্ক বিজিবি। বিজিবি মিয়ানমারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। শিগগিরই ব্যাটালিয়ন পর্যায়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকে বসবে বিজিবি। ওইদিন বিজিবি প্রধান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু বাইশফাডী, রেজু আমতলী সীমান্ত পরিদর্শন করেন এবং স্থানীয়দের খোঁজ-খবর নেন।