কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাব মোড় থেকে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ঠিকাদার হাফিজুর রহমান (৪২) কে এলোপাতাড়ি মারধর করে ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চৌরহাস ইন্দ্রা মোড় এলাকার মকবুল হোসেন মোগল (৫৫) ও তার ছেলে তপু (৩২) এর বিরুদ্ধে। রাত ৯টায় কুষ্টিয়া রাইফেল ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। আহত ঠিকাদার হাফিজুর রহমান শহরের চৌরহাস উকিল পাড়া এলাকার আজিবর মাষ্টারের ছেলে।
এ বিষয়ে ছিনতাইকারী মকবুল ইসলাম মোগল ও তার ছেলেসহ অজ্ঞাত কয়েকজনের নামে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ঠিকাদার হাফিজুর রহমান।
ভুক্তভোগী ঠিকাদার হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী মকবুল ইসলাম মোগল ও তার ছেলে তপুসহ অজ্ঞাত ৩/৪ জন গত কয়েকদিন ধরে আমার কাছে ৫/৬ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি প্রথম অবস্থায় গুরুত্ব না দিয়ে চুপচাপ থাকি। রাত ৯টার সময় আমি আমার নিজ গ্রামের বাড়ী হতে কুষ্টিয়া রাইফেল ক্লাব এর সামনে পৌঁছালে তারা আমার পথ রোধ করে আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি কেন টাকা দিবো বললে তারা বলে, আমাদের দল চালাতে হয় এছাড়া আপনি ঠিকাদারি করেন আমাদের কুষ্টিয়া থাকতে হলে আমাদের চাঁদা দিতে হবে এবং বহু ঠিকাদার আমাদের চাঁদা দিয়ে চলে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে এলোপাথারিভাবে মারধর করে আমার জামা ছেঁড়াসহ আমার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে। আমার পকেটে থাকা নগদ ১ লক্ষ ১৫ হাজার ৬২০ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা হুমকি দেয়, আমি কাউকে জানালে আমাকে হত্যা করে গুম করে দিবে এবং আমি চাঁদার টাকা না দিলে আমাকেসহ আমার পরিবারবর্গদের হত্যা করে গুম করে দিবে। তখন আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের চৌরহাস ইন্দ্রা মোড় এলাকায় নিজ জমিতে বাড়ি করতে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় চৌরহাস ইন্দ্রা মোড় এলাকার মকবুল হোসেন মোগল ও তার ছেলে তপু মিলে ধারালো ছুরি দিয়ে জামাল নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় ও নির্মাণ শ্রমিকেরা জামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত জামাল উদ্দিন কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। ঘটনার দিনই আহত জামালের বড় ভাই জাফর বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং -২৪, তারিখ ২০/০১/২০২২। সেই মামলায় দীর্ঘ ৭ মাস জেল খেটে গত ১৫ দিন আগে হাইকোর্ট থেকে অস্থায়ী জামিনে মুক্তি পেয়ে বাইরে এসে আবারো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। এছাড়াও তাদের মাদক ব্যবসা, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসীরা।