নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ – এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কুমিল্লা জেলা সভাপতি গরীব নেওয়াজ, নাঙ্গলকোট উপজেলা সভাপতি কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক রাশেদুল হাছান মজুমদার মোহন, ইউনিয়ন পরিষদ সচিব কবির আহম্মদ, উত্তম বর্মণ, কামরুল হাসান খান, আবদুর রহিম, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা টিকার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার আহ্বান জানান।