ঝিনাইদহ প্রতিনিধি
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার র্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ৫নং দৌলতদিয়া ইউপির পুড়াভিটা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থল আসামীর বসতবাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ মৌসুমী (৩৫), স্বামী: আব্দুল রাজ্জাক, সাং- পুড়াভিটা, থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪৩ গ্রাম (৩৯৪ পুড়িয়া) হেরোইন, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাসহ অন্যান্য থানায় পূর্বের ৭টি মাদকদ্রব্য আইনের মামলা রুজু রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।