গোলাম মোস্তফা সাফু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মাছের রাজা ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় চালানে গত সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে ২ হাজার কেজি ইলিশ যা ডলার মূল্যে ১৫ লাখ টাকা ভারতের ত্রিপুরার কৈলাশে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্টেশনের রাজস্ব অফিসার বাবলু সিনহা। বাংলাদেশি প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ এর আগে প্রথম চালানে ৩ সেপ্টেম্বর ২ হাজার কেজি ইলিশ এবং দ্বিতীয় চালানে আরো ২ হাজার কেজি ইলিশ মাছ ভারতে পাঠায়।
জারা এন্টারপ্রাইজ এর মালিক জসিম উদ্দিন ও মশিক মোল্লা বলেন, ভারতের বাজারে বাংলাদেশি এই রুপালি ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে ইলিশের ব্যাপক চাহিদা বাড়বে। আমরা যদি ঠিকঠাকভাবে এই মৎস্য সম্পদের ব্যবহার করতে পারি তাহলে রপ্তানি ক্ষেত্রে ইলিশ মাছ বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে।