নিজস্ব প্রতিবেদক
গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অগ্নাশয় এবং পিত্তনালীর অসুস্থতায় ভুগতে থাকা সেব্রিনা ফ্লোরার একটি অপারেশনের পর প্রদাহ শুরু হলে তার কিডনি বিকল হয়ে যায়। এরপর তার হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় সেটি হার্ট পাম্প করতে গিয়ে ফুসফুসে পানি জমে যায়। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. এবিএম খুরশীদ আলম। এদিকে ফ্লোরার সুস্থতা কামনায় রবিবার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, নিপসমে কাজ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে সংবাদ ব্রিফিং করে পরিচিতি পান তিনি। ২০২০ সালের ১৩ আগস্ট তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়।