আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ওষুধের দাম কমানো ও কিছু করপোরেট ট্যাক্স বাড়ানোর লক্ষ্যে ৪৩০ বিলিয়ন ডলারের বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। স্থানীয় সময় রোববার ( ৮ আগস্ট) বিলটি পাস হয়। এই বিল পাস হাওয়ার বিষয়টিকে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি আশা করছে, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে এই বিল পাসের বিষয়টি তাদের সুবিধা দেবে।
মার্কিন সিনেটে বিলটির ওপর ২৭ ঘণ্টা বিতর্ক হয়। বিলটি যাতে পাস না হয়, সেজন্য জোর প্রচেষ্টা চালান রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত বিলটি সিনেটে ৫১-৫০ ভোটে পাস হয়। বিলটি পাসের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘টাইব্রেকিং’ ভোট দেন। এখন বিলটি প্রতিনিধি পরিষদে যাবে। বিল অনুমোদনে শুক্রবার ( ১২ আগস্ট) প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে। প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য সেটি হোয়াইট হাউসে পাঠানো হবে।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সইয়ের মাধ্যমে বিলটিকে আইনে পরিণত করতে তিনি মুখিয়ে আছেন। বিলটি পাস হওয়ায় সিনেটের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা উল্লাস প্রকাশ করেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার। তিনি বলেছেন, সিনেট ইতিহাস রচনা করছে।
মার্কিন রক্ষণশীল এমপিরা বিলটিকে অপচয়মূলক ব্যয় হিসাবে আখ্যায়িত করেছেন। শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল মনে করেন, অর্থনৈতিক বিপর্যয় দ্বিগুণ করার জন্য ভোট দিয়েছেন ডেমোক্র্যাটরা।
সূত্র: আল জাজিরা