বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন সংসার শুরু করেছেন। চলতি বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাদের সেই বিয়ের খবর প্রকাশ পায় জুলাইয়ের শেষে দিকে। এবার জানা গেল, স্বামী রবিনের সঙ্গে থাইল্যান্ডে হানিমুনে গেছেন পূর্ণিমা। পূর্ণিমা নিজে থেকে এ বিষয়ে কিছু জানাননি। তবে তার পরিবার সূত্রে জানা গেছে, বরকে নিয়ে হানিমুনে গেছেন এই চিত্রনায়িকা। সপ্তাহখানেকের এই হানিমুনের জন্য থাইল্যান্ড গেছেন তারা।
এ বিষয়ে আরো জানা যায়, গেল ২৮ জুলাই স্বামীকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পূর্ণিমা। ইতোমধ্যেই ব্যাংকক, পাতায়ায় ঘোরাঘুরি করেছেন তারা। আরো কয়েকটি লোকেশন ঘোরাঘুরি শেষে দেশে ফিরবেন তারা। পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালে। একই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।