নিজস্ব প্রতিবেদক
ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে। মঙ্গলবার (২ আগস্ট) বাংলালিংকের কার্যালয়ে চুক্তিটি হয়। বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট ঈশানী সাধুখাঁ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।
এ চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।
বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই যাতে করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন খাতে তাদের সক্ষমতা দেখিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পেরে বাংলালিংক খুবই আনন্দিত।
ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড বলেন, আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। এ চুক্তির ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমরা আশাবাদী। এ যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হওয়ার জন্যে বাংলালিংককে ধন্যবাদ জানাই। প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও গ্রহণ করবে।