কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নতুন করে ঘর পেতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ৪১৩ পরিবার। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে কুষ্টিয়া জেলায় ১ম ও ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের (১ম ধাপে) দুই শতক জমিসহ মোট ৭৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার প্রধানমন্ত্রী সারাদেশে ২৬ হাজার ২ শত ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং-এর তথ্য সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় ইতিমধ্যে ৭৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে- কুষ্টিয়া সদর উপজেলায় ৮৫টি, কুমারখালী উপজেলায় ৮২টি, খোকসা উপজেলায় ১১১টি, মিরপুর উপজেলায় ১৬৬টি, ভেড়ামারা উপজেলায় ১৭৮টি ও দৌলতপুর উপজেলায় ১৪০টি। অপরদিকে গতকাল বুধবার কুষ্টিয়া সদর উপজেলায় ২২টি, কুমারখালী উপজেলায় ৪৯টি, খোকসা উপজেলায় ১২৭টি, মিরপুর উপজেলায় ১০৫টি, ভেড়ামারা উপজেলায় ৬০টি এবং দৌলতপুর উপজেলায় ৫০টিসহ কুষ্টিয়া জেলায় মোট ৪১৩টি ঘর হস্তান্তর করা হয়। নির্মাণকৃত প্রতিটি ঘরের বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন ও নামজারি সম্পন্ন হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, নলকূপ, টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে।