আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বে জ্বালানি তেলের সংকটের মধ্যেই রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনি। দেশটির প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত এ আবিষ্কারের ঘোষণা দিয়েছে।
রোজনেফত জানিয়েছে, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে। এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে। সাম্প্রতিককালে রাশিয়া যেসব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনি।
রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে, সেখানে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে। রোজনেফত আরও জানিয়েছে, এই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম।