নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল ৩টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান কাঞ্চন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী তার লেখনীর মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা ভাষার চেতনাকে তিনি তার লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন। আমরা তার দীর্ঘ জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরও বলেন, জাতীয় সংকটকালে তিনি তার লেখনীর মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন। তার এই লেখনি থেকে জাতি আগামীতেও শিক্ষা নিতে পারবে। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে শহীদ মিনারে তার মরদেহ আনা হয়। এসময় সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে নেওয়া হয় জানাজায়। ঢাবিতে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে।