আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযান চলমান থাকায় রাশিয়া থেকে তেল আমদানির নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক।
বিবিসি জানায়, সোমবার রাতে টেলিভিশন জেডিএফকে এ তথ্য জানান রবার্ট হাবেক। তবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে আদৌ বড় ধরনের কোনো সুবিধা হবে না বলে মন্তব্য করেন জার্মান মন্ত্রী। তার মতে, বর্তমানে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অল্প তেল বিক্রি করেই রাশিয়া বেশি আয় করতে পারবে। তিনি আরও জানান, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি বিশ্ব বাজারে তেলের মূল্যে লাগাম টানতে ইউরোপীয় কমিশন ও যুক্তরাষ্ট্র কাজ করছে।
“অবশ্যই এটি অস্বাভাবিক পদক্ষেপ কিন্তু সময়তো অস্বাভাবিক,” বলেন তিনি। প্রতিবছর ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে রাশিয়া। আর আমদানি করা তেলের ২৭ শতাংশ সরবরাহ করে। প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে তেলের বিনিময়ে ৪০০ বিলিয়ন ইউরো আয় করে রাশিয়া।