নিজস্ব প্রতিবেদক
জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জ্বরের মাত্রা খুব বেশি না। তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, আমিও শুনেছি জ্বরের বিষয়টা। তবে বিস্তারিত চিকিৎসকরা বলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার প্রেস উইংয়ের এক সদস্য বলেন, তাপমাত্রা একটু এদিক-সেদিক হলে উনার মতো বয়সীদের শরীরে জ্বর আসাটা স্বাভাবিক। এটা সিরিয়াস কিছু না। সিজনাল জ্বর। তিনি আরও বলেন, খালেদা জিয়া রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। যেটা আগেও করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তার সাড়া পাওয়া যায়নি।