নিজস্ব প্রতিবেদক
ঈদকে কেন্দ্র করে গতকাল বুধবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে দুপুরের দিকে চাপ অনেকটা কমে আসে। যানবাহনের চালকরা জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যানবাহন পারাপারে ৮টি ফেরিই এখন ভরসা।
এদিকে বিকল হওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি বেগম রোকেয়া আবার চলাচল শুরু করেছে। মেরামত শেষে গতকাল বুধবার দুপুর ১টার দিকে যাত্রী পারাপার শুরু করে ফেরিটি। এর আগে সকাল ৯টার দিকে বিকল হয়ে গেলে মিনি রো রো ফেরিটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার বহরে যুক্ত করা হয় ফেরিটি। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি বেগম রোকেয়া এখন সচল রয়েছে। দুপুর ১টার দিকে যাত্রীর পাশাপাশি ৩৬টি হালকা যানবাহন নিয়ে ফেরিটি ঘাট থেকে ছেড়ে যায়। বেগম রোকেয়াসহ দুটি মিনি রো রো, দুটি কেটাইপ ও দুটি ডাম্পসহ নৌরুটে আটটি ফেরি সচল রয়েছে বলেও জানান শিমুলিয়া ঘাটের এ কর্মকর্তা।
শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, বর্তমানে ৮টি ফেরি সচল রয়েছে। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মধ্যে একটি আলোচনা হয়েছে। রাতের বেলাও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান জানান, নৌরুটে আজ (বুধবার) আরও তিনটি লঞ্চ কমেছে। ফেরির পাশাপাশি দুই নৌরুটে ৮০টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।