তথ্যপ্রযুক্তি ডেস্ক
বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। বিভিন্ন দেশে ইনস্টাগ্রামের কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। সাইটটি একের পর এক নতুন ফিচারও যুক্ত করছে। এজন্য মেটার এই সাইটটি দিন দিন আরও ব্যবহারকারীদের পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে।
আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ করতে ভেরিফাই করে নিতে পারেন। অন্যদিকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করিয়ে নিলেই প্রোফাইলে আসবে নীল ব্যাজ। এই ব্যাজ থাকলে আপনার অ্যাকাউন্টটি আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে সহজে। আর জনপ্রিয়তা থেকেই খুলে যেতে পারে আয়ের পথ।
চলুন জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করানোর সহজ উপায়-
> প্রথমেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করুন। এরপর আপনার প্রোফাইল সেকশন দেখতে পাবেন।
> সেখান থেকে ডানদিকের উপরের দিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন।
> এবার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে রিকোয়েস্ট ভেরিফিকেশনে যান। একবার সেটি Done করা হয়ে গেলে, নিজের পুরো নাম দিন।
> নিজের আইডেন্টিফিকেশন দিন সঠিকভাবে। যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে রয়েছে। এরপর সাবমিট করুন।