ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারেনি ইংল্যান্ড নারী দল। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত প্রথমপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল ইংলিশরা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানেই থামে ভারত। রান তাড়া করতে নেমে ৪ উইকেট ১১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে হেদার নাইট বাহিনী।
ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২৮ রানেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় দল। ৮ রানে ওপেনার ইয়াসতিকা ভাটিয়া, ১ রানে অধিনায়ক মিতালি রাজ। ওপেনার শ্রীমতি মান্ধানা দলের হাল ধরার চেষ্টা চালালেও যোগত্য সঙ্গী হিসেবে পাননি কাউকেই। দলের অভিজ্ঞ ব্যাটার হার্মানপ্রীত কৌর আশা জুগালেও ফিরেছেন ১৪ রানে। এরপর শূন্যরানেই স্নেহা রানা এবং ৬ রানে ফেরেন পূজা ভাস্তেকার। আর ওপেনার মান্ধানা আউট হন ব্যক্তিগত ৩৫ রানে।
মাত্র ৮৬ রানে ছয় উইকেট হারালে মনে হচ্ছিল একশই করতে পারবে না ভারত। কিন্তু রিচা ঘোঘ এবং ঝুলন গোস্বামী মিলে ৩৭ রানের জুটি গড়তে একশ ছাড়িয়ে যায় দলীয় স্কোর। রান আউট হওয়ার আগে রিচা করেন ২৩ রান। ২০ রান করেন গোস্বামী। আর মেঘনার সংগ্রহ ৩ রানে। এদিকে ১ রানে অপরাজিত থাকেন রাজেশ্বরী গাইকোয়াড।
১৩৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। ৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় দল। দুজন করেন ১ রান করে। তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক হেদার নাইট এবং ন্যাট স্কিভার দলকে চাপে পড়তে দেননি। এই দুই ব্যাটারের ৬৫ রানের জুটিই মূলত জয়ের ভিত গড়ে দেয়। ৪৫ রানে আউট হন স্কিভার।
অবশ্য স্কিভারের আউটের পর আরও তিনটি উইকেট হারায় ইংল্যান্ড। ১০ রানে অ্যামি জোনস, ১০ রানে শফিয়া ডাঙ্কলি এবং শূন্যরানে আউট হন ক্যাথরিন বার্ন্ট। তাতেও সমস্যা পড়তে হয়নি ইংলিশদের। দলনেতা হেদার নাইট জয় নিয়েই মাঠ ছাড়েন। এর আগে অবশ্য ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন তিনি। অপরাজিত থাকেন ৫৩ রানে। এদিকে ৫ রানে অপরাজিত থাকেন শফি অ্যাকলেস্টোন।