তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রতিনিয়ত নতুন ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে। যা ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। ফলে একদিকে যেমন গ্রাহকদের আকৃষ্ট করছে সাইটটি। অন্যদিকে প্রযুক্তি বাজারে বেশ ভালোই পোক্ত অবস্থান তৈরি করছে মেটার মালিকানাধীন সাইটটি। সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ হয়েছে নতুন কিছু সুবিধা। এর মধ্যে রয়েছে ভ্যানিশ মোড, ওয়াচ টুগেদারসহ একাধিক নতুন ফিচার। তেমনই একটি হল ইনস্টাগ্রাম চ্যাটিংয়ের থিম। এবার চ্যাটিং টুলের ক্ষেত্রে পছন্দমতো বদলে ফেলা যাবে থিম। বদলানো যাবে ব্যাকরাউন্ডের রং।
এমনিতে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অ্যাপের ডিফল্ট গ্র্যাডিয়েন্ট রঙের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। কিন্তু অ্যাপের পক্ষ থেকে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে ১৫ থেকে ২১টি ব্যাকগ্রাউন্ড অপশন। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। আলো ও অন্ধকারে ব্যবহার করলে সামান্য পার্থক্যও নজরে পড়বে ব্যবহারকারীর।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে বদলানো যাবে ইনস্টাগ্রাম মেসেঞ্জারের থিম কালার-
> প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
> মূল স্ক্রিনের একেবারে ডান কোণে মেসেঞ্জার আইকন পেয়ে যাবেন।
> কোনো বিশেষ চ্যাটের থিম পরিবর্তন করতে চাইলে তা করা যাবে।
> চ্যাট সেটিংসে যান।
> সেখানে থিম অপশন দেখা যাবে।
>এখানে ১৫টি থিম আছে, সঙ্গে আছে চ্যাট ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তনের জন্য ২১টি অপশন।
> পছন্দ অনুযায়ী রং বেছে নিন।