ঢাকা: চাঞ্চল্যকর ও আলোচিত ঝিনাইদহে কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় মূলহোতা গাফফারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহৃত ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
রোববার (০৬ মার্চ) থেকে সোমাবার (০৭ মার্চ) ভোর পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ বিষয়ে সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।