মহাকাশে সফলভাবে আরও সাতটি স্যাটেলাইট পাঠালো চীন। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে জিচাং স্যাটেলাইট কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। শিনহুয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেইজিংভিত্তিক গ্যালাক্সি স্পেসের উৎপাদিত ছয়টি ও একটি বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট একটি লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। যা এরই মধ্যে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, স্যাটেলাইটগুলো নেটওয়ার্কিং প্রযুক্তি ও পরিষেবা সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তাছাড়া রিমোট সেন্সিং প্রযুক্তিও যাচাই করবে এগুলো।
ফ্লাইট মিশনটি নিম্ন-কক্ষপথের উপগ্রহগুলো জন্য যোগাযোগ, দূর-সেন্সিং সমন্বিত প্রযুক্তির যাচাইকরণ ও প্রয়োগ শুরু করবে। রিমোট সেন্সিং ও কমিউনিকেশন ইন্টিগ্রেশন কার্যকরভাবে জরুরি প্রতিক্রিয়া ত্বরান্বিত করে।
এদিকে ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের প্রধান মহাকাশ শক্তি হওয়া চেষ্টা করছে। এজন্য চাঁদ, মঙ্গল ও একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনাসহ একটি ধূমকেতুর মিলনস্থল ও বৃহস্পতিগ্রহে মিশন সমাপ্ত করতে চায় দেশটি।
গত পাঁচ বছরে এশিয়ার দেশটির মহাকাশ উৎক্ষেপণ হার দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে দেশটি ২০৭টি মিশন পরিচালনা করেছে।
১৯৭০ সালে চীন প্রথম লং মার্চ ওয়ান রকেট ক্যারিয়ারের সাহায্যে মহাকাশে তাদের প্রথম স্যাটেলাইট ডংফ্যানগং ওয়ান পাঠায়। এরপর চীন আরও ১৭ ধরনের লং মার্চ রকেট তৈরি করে। ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত চীন যতগুলো মহাকাশ অভিযান করেছে তার মধ্যে ৯৪.৪ শতাংশ মহাকাশ অভিযানই লং মার্চ রকেটের ওপর নির্ভর করে করা হয়েছে।