নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় সিকদার গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গার্মেন্টসটির তিন তলা ভবনের ২য় এবং ৩য় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।
শনিবার রাতে বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাত ৯ টা ১ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।