রাজশাহী প্রতিনিধি : পানি, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তরা বলেন, দেশের মানুষ সীমাহীন আর্থিক দুরাবস্থায় আছে। কারোনার মহামারিতে অনেক মানুষ কাজ হারিয়েছে, আয় কমেছে অনেকে পরিবারের। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমাগত ভাবে বেড়েই চলেছে। নতুন করে ভোজ্য তেল, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম আরো বাড়ানোর পায়তারা চলছে। দাম বাড়লে সাধারণ মানুষের জীবন আরও কষ্টকর হয়ে উঠবে। সকল পণ্যের দাম না কমালে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় বক্তরা।