২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে মাত্র ১০৭ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৫৪১ রান। দুই বছর ধরে এমন নাজুক পারফরম্যান্সের পরও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অটো চয়েজ মাহমুদউল্লাহ।
কেননা তিনিই যে দলের অধিনায়ক। মাহমুদউল্লাহর অধীনেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। তার অধীনেই ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতেও কুড়ি ওভারের বিশ্ব আসরে খেলবে টাইগাররা। কিন্তু অধিনায়কের এমন নাজুক পারফরম্যান্স যেকোনো দলের জন্যই বেমানান।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, দলে নিজের জায়গা নিয়ে কোনো সংশয় কাজ করে কি মাহমুদউল্লাহর? বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে এই প্রশ্ন রাখা হয়েছিল টাইগার অধিনায়কের কাছে।
জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমত আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে, আমার অবস্থান নিয়ে?’ সঙ্গে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘না! আলহামদুলিল্লাহ্ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় যে আমি সঠিক পথে আছি।’
মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘হয়তো আমাকে কিছু ভালো বল মারতে হবে। ইনশাআল্লাহ্ আমি ঠিক পথে ফিরে আসবো। কারণ আমার কাছে টিমের চাহিদা ওরকম থাকে। ওয়ানডে ম্যাচগুলোতে হয়তোবা আমি সেভাবে ডেলিভার করতে পারিনি। আমি চেষ্টা করব দলের চাহিদা পূরণের জন্য।’
আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মাত্র একটি বাউন্ডারি হাঁকাতে পেরেছিলেন মাহমুদউল্লাহ। ফিল্ডিংয়েও দেখা গেছে জড়তা। তার হাত থেকে পড়েছে দুইটি সহজ ক্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রথম বল থেকেই মারার চেষ্টা করবেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
তার ভাষ্য, ‘আমি ইনশাআল্লাহ্ কাল প্রথম বল থেকেই মারবো। চার মারার চেষ্টা করবো, ছয় মারার চেষ্টা করবো। চেষ্টা করবো ফিল্ডিং যেন ভালো থাকে। হয়তো (ওয়ানডে সিরিজে) ওরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করবো ফিল্ডিংয়ের মাধ্যমে দলে অবদান রাখতে।’