নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ৩ দিন ব্যাপী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ হলরুমে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর (২০২১-২০২২) অর্থবছরের প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পল্লী উন্নয়নের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উপ-অঞ্চল অপ্রধান শস্য বিশেষজ্ঞ নুরজাহান সিথী, ঢাকা উপ-অঞ্চল শস্য উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবা ডনি, উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্র্র্তা ডলি রানী নাগ, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মো. আক্তার হোসেন প্রমুখ।