রাজধানীর যাত্রাবাড়ীতে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. জামাল ভুট্টো (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক সুমন বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বিদ্যুৎ অফিসের সামন থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভ্যানচালক। ভ্যান চালিয়ে যাওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই আজিজুল জানান, জামাল ভুট্টোর বাড়ি নাটোরে সিংড়া উপজেলার বলিবাড়ী গ্রামে। তার বাবার নাম মো. মজিবুর রহমান। বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকতেন।