এ ব্যাপারে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় সংসদে একটি আইন করে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে তিন জন সিনিয়র সচিব এবং একজন সামরিক কর্মকর্তা রযেছেন। যারা সবাই নিজ নিজ পেশায় স্বনামধন্য। কাজী হাবিবুল আউয়াল নিঃসন্দেহে সর্বজন গ্রহণযোগ্য এবং আস্থাভাজন একজন নির্বাচন কমিশনার। তিনি যেহেতু আইন বিষয়ে অভিজ্ঞ, কাজেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি বাড়তি সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে। অন্য যে চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত আলোচিত এবং বিতর্কহীন ছিলেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সিনিয়র সচিব আনিসুর রহমান মেধাবী কর্মকর্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। দুইজনই তাদের চাকরির ক্ষেত্রে সৎ, মেধাবী এবং দায়িত্ববান কর্মকর্তা হিসেবে স্বীকৃত ছিলেন। তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে চিনি । নির্বাচন কমিশনার হিসেবে মো. আলমগীরকে নিয়োগ দেয়া হয়েছে যিনি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। কাজেই সেই ব্যাপারে তিনি অভিজ্ঞ। তবে তাদের অনেক সাবধানী ও রক্ষণশীল হতে হবে। ’নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে- সেটাই আমাদের প্রত্যাশা।’ আমি আশা করি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ভালো করবে। তবে নির্বাচন যেন সবার অংশগ্রহণমুলক হয় সেদিকে সাবধানী হতে হবে।’