শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দূর্গম সীমান্তে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড়ের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) রাতে ও বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দোছড়ি ইউনিয়নের কামিরছড়া বাইসাং মগপাড়া এলাকায় দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে আহত নজির আলম (৪০) ও নুরুল হক (৫৫) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা দুজনই বাইসাং কামিরছড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে খামারবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ৭-৮জনের সংঘব্ধ একটি দল নজির আলমের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এসময় পাশে ব্রিজের কাজে নিয়োজিত শ্রমিকরা এগিয়ে এসে নজিরকে উদ্ধার করে।
ঘটনার বিষয়ে পরদিন (বুধবার) দুপুরে স্থানীয় চেয়ারম্যানকে মৌখিক বিচার দিলে আরো ক্ষিপ্ত হয়ে উঠে হামলাকারীরা। বুধবার দুপুরে দ্বিতীয় দফায় নজির আলম (৪০) ও নুরুল হক (৫৫) এর উপর লোহার রড় নিয়ে সজোরে আঘাত করে।
এতে নুরুল হকের মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
হামলার এই ঘটনার জন্য জনৈক সোলতান, মাহাবুব, শাহ আলম, আলীসহ ৭-৮জন জড়িত বলে মুঠোফোনে দাবী করেছেন আহত নজির আলম। তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় মৌখিক অবহিত করা হয়েছে। চিকিৎসার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।
এই বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- উভয়পক্ষের মধ্যে পূর্বে মারামারি সংক্রান্ত মামলা ছিল। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে দুই দফায় হামলায় নজির আলম ও নুরুল হক নামে দুইজন আহত হয়ে হাসপাতালে রয়েছে।