ইউনুছ আনছারী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে মোঃ আবদুল গফুর (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার শ্রীপুর-খরনদীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম পুতামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গফুর একই গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি পাহাড়ে লেবু বাগানের লেবু চাষ ও দিনমজুরের কাজ করে সংসার চালাতো বলে জানা গেছে।
নিহতের ভাই দুলাল ও লেবু বিক্রেতা মোঃ সাইফুল জানান, দুপুরে গুচ্ছগ্রাম বাজারে পাইকারী লেবুর দোকানের সামনে গফুর লেবু বিক্রি করে দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় পাহাড় থেকে আসা ১০/১২টি মহিষের দল থেকে একটি পাগলা মহিষ ছুটে এসে গফুরের বুকে ও পেটে শিং ঢুকিয়ে দিয়ে মহিষটি পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আবদুল গফুর জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল আশ্রয়ণ প্রকল্প-২ এ পরিবার নিয়ে বসবাস করতেন।