সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ঐতিহ্য হিসেবে প্রতি বছরের মতো এবারও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিলনমেলায় অংশ নিতে যাচ্ছেন হাজারো আইনজীবী।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বার্ষিক এ অনুষ্ঠানের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে বার্ষিক ভোজ, সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া মন্ত্রী-এমপি, সুপ্রিম কোর্ট বারের সদস্য, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন এ আয়োজনে।
সর্বোচ্চ আদালত প্রাঙ্গণের এই কর্মসূচিতে বাহারি রকমের খাবারের আয়োজন করা হয়েছে।
এদিকে করোনার মধ্যে আইনজীবী সমিতির এমন আয়োজনের বিরোধিতা করেছে ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ। গতকাল তারা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।