মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাককে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুজন আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৮টায় জুম মিটিংয়ে আলোচনা শেষে এসএবিডির সাবেক সভাপতি গোপেশ শর্মা ও সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান আসিফ আংশিক কমিটি ঘোষণা করে আগামী এক বছরের অনুমোদন দেন। গঠন করা নতুন কমিটিতে সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন চন্দ্র রায় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আতিকুল রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না আরিফ, সাংগঠনিক সম্পাদক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী জিহাদ হাসানকে করা হয়েছে। উল্লেখ্য যে, ঢাকায় অধ্যায়নরত বীরগঞ্জের কিছু মেধাবী এবং উদ্যোমী শিক্ষার্থীদের প্রচেষ্টায় ২০০৯ সালে আত্মপ্রকাশ করে স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) ছাত্র সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বীরগঞ্জ ও বীরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতি বছর ঢাকাস্থ বীরগঞ্জ বাসীর মিলন মেলা নামে খ্যাত বার্ষিক বনভোজন, মেডিকেল ক্যাম্প, মেধাবী গরিব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মশালা, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের এসএবিডি এ্যাওয়ার্ড প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সকলদের সংবর্ধনা প্রদান সহ বেশ কিছু কাজ করে যাচ্ছে সংগঠনটির সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বীরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রেরণায় এগিয়ে যাচ্ছে। এ কমিটি ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বহাল থাকবে।