জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফরহাদুল ইসলাম এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) পদে ছিলেন। এছাড়া সদস্য (অর্থ) পদটি শূন্য থাকায় ওই পদেও রুটিন দায়িত্বে রয়েছেন। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পিআরএলে (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) যাওয়ায় গত ৩০ ডিসেম্বর থেকে চেয়ারম্যান পদটি খালি ছিল।
এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম সোমবার জাগো নিউজকে বলেন, সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ। এনসিটিতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। যারা অনিয়ম করবে বা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি।
তিনি বলেন, আমি পাঠ্যপুস্তক বোর্ডকে সচল রাখব। প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। এককভাবে সিদ্ধান্ত নেওয়া হবে না, এতে করে এনসিটিবিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি ও দুর্নীতি হয়ে থাকে। সবাইকে নিয়ে কাজ করতে চাই।
এনসিটি নিয়মিত পাঠ্যবই ছাপা, বিতরণ, কারিকুলাম ও সিলেবাসসহ বই সংক্রান্ত সব বিষয় দেখার দায়িত্ব তাদের। চেয়ারম্যান, সদস্য, সচিবসহ বড় সব পদগুলোতে শিক্ষা ক্যাডার থেকে প্রেষণে আসেন। এর বাইরে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন কয়েকশ।