শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য সুপারিশ করা ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বর্তমান আইন অনুযায়ী, কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার লভ্যাংশ দিতে চায় তাহলে বিএসইসির কাছে আবেদন করতে হবে। বিএসইসি কোম্পানিটির বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত দেবে।
আইনের এমন বাধ্যবাধকতার কারণে কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করে। এখন তার অনুমোদন মিললো।
নিয়ন্ত্রক সংস্থা থেকে লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেওয়ার অনুমোদন পেয়ে রেকর্ড ভেটো নির্ধারণ করেছে কুইন সাউথ টেক্সটাইল। আগামী ২২ ফেব্রুয়ারি এই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার পাবেন।