যেহেতু বিপিএল চলছে, জাতীয় দলের অনুশীলনের কোন সুযোগ-সম্ভাবনা নেই। যত দূর জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে টিম বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি।
কাজেই চলতি মাসের শুরুতে বাংলাদেশে এসেও এখনও কাজ শুরুর কোনো অবকাশ পাননি জেমি সিডন্স। তাই বলে হাত-পা গুটিয়ে বসে নেই টাইগারদের নতুন ব্যাটিং কোচ। রাজধানী ঢাকায় পা দিয়েই পরদিন শেরে বাংলায় এসেছিলেন এ অস্ট্রেলিয়ান, গিয়েছিলেন সিলেটেও।
আজ (শুক্রবার) বিপিএল আবার ফিরেছে ঢাকায়। তাই জেমি সিডন্সও আবার রাজধানীতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন সময় আবার শেরে বাংলায় দেখা মিললো জেমি সিডন্সের। তবে এবার আর হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ড বা বিসিবি প্রেসিডেন্ট বক্সে নয়।
সিডন্সের শুক্রবার প্রায় পুরো বিকেলটা কাটলো শেরে বাংলার ইনডোর ও বিসিবি অ্যাকাডেমি মাঠে। বাংলাদেশের প্র্যাকটিস গ্রাউন্ড ঘুরে দেখলেন এ নতুন ব্যাটিং কোচ। অ্যাকাডেমি ও ইনডোরের নেটের কী অবস্থা? প্র্যাকটিস উইকেটগুলোর চরিত্র কেমন?
তা দেখতে ও জানতে সরেজমিনে চলে আসা মিরপুরে। সঙ্গে বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার আবদুল বাতেন। তাদের সঙ্গে নিয়ে সন্ধ্যার আগপর্যন্ত অ্যাকাডেমির উত্তর ও দক্ষিণ নেটের উইকেট ও ইনডোরের ন্যাচারাল টার্ফের পাশাপাশি ভেতরটাও খুঁটিয়ে দেখেছেন জেমি।
বোঝাই গেল, কাজ শুরুর আগে অনুশীলনের সুযোগ সুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে নিলেন এ অস্ট্রেলিয়ান। বিপিএল শেষে ১৯-২০ ফেব্রুয়ারি প্র্যাকটিস শুরু হওয়ার আগেই হয়তো সব প্র্যাকটিস উইকেট তৈরি রাখার তাগিদ দিয়েছেন প্রধান কিউরেটর গামিনিকে।