ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কয়েকটি গাড়ি কিছু মানুষ আটকে রেখেছন। অন্যের গাড়ি আটকে রাখা, এটা চুরি। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করবো— এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের বোর্ড চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইভ্যালির পাওনাদারদের পাওনা পরিশোধ করা। সে উদ্দেশ্যে আমরা নিলাম ডেকেছি। ভবিষ্যতে আরও নিলাম ডাকবো।
তিনি আরও বলেন, যে গাড়িগুলো নিলাম করা হচ্ছে সেই গাড়ি ইভ্যালির ব্যবসায়িক কাজে ব্যবহার হতো না। কেউ নিলামে সর্বোচ্চ দাম দিলেও গাড়ি বিক্রি করা হয় না, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়। কারণ ইভ্যালির পাওনাদারদের পাওনা পরিশোধ করার উদ্দেশ্যে গাড়ি বিক্রি করছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী বেশি দাম প্রদানকারীর কাছেই গাড়ি বিক্রি করা হবে।
ইভ্যালি পাঁচ বোর্ড সদস্য ও তাদের আত্মীয়-স্বজনরা কেউ এ নিলামে অংশ নিতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
এসময় বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত এডিশনাল সেক্রেটারি রেজাউল আহসান, আইনজীবী ব্যারিস্টার খান মো. শামীম আজিজ, অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, এফসিএ অ্যান্ড এফসিএমএর সাবেক চিপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।