যেমন ভাবা হচ্ছিলো, চোটটা তার চেয়ে বেশি গুরুতর। কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জুভেন্টাস অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে তার ক্লাব।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আগে জুভেন্টাসের জন্য এটা বড় ধাক্কাই বলা যায়। কাফের (পায়ের গুল) চোটটি ফিরে আসায় ইউরোপ সেরার মঞ্চে নকআউট পর্বের প্রথম লেগে তার না খেলা প্রায় নিশ্চিত।
গত রোববার লিগে হেল্লাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন কিয়েল্লিনি। ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। তখনও বোঝা যায়নি চোটের অবস্থা।
পরে জানা যায়, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ৩৭ বয়সী এই ইতালিয়ান তারকা ডিফেন্ডার।
ফরে কিয়েল্লিনি মিস করতে যাচ্ছেন সাস্সুয়োলোর বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল এবং আটালান্টা, তোরিনো ও এম্পোলির বিপক্ষে লিগ ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ ম্যাচটি হবে আগামী ২২ ফেব্রুয়ারি। সেই ম্যাচেও অনিশ্চিত জুভেন্টাস দলপতি।