বাংলাদেশে ব্যাটসম্যানও এভাবে মারতে পারেন! মুনিম শাহরিয়ারকে নিয়ে বেশির ভাগ সমর্থকের প্রতিক্রিয়াই হয়তো হবে এমন। তবে আরও একবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তাতে বড় সংগ্রহ পেয়েছিল বরিশাল। জবাব দিতে নেমে ঝড় তুলেছিলেন সিলেট সানরাইজার্সের কলিন ইনগ্রামেরও।
তবুও জিততে পারেনি সিলেট। আরও একটি ম্যাচে কাছে গিয়েও হেরেছে তারা। ফরচুন বরিশাল ম্যাচ জিতে নিয়েছে ১২ রানে।
টস হেরে ব্যাট করতে নামা বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন মুনিম শাহরিয়ার। অন্য প্রান্তে থাকা ক্রিস গেইলকে রীতিমতো দর্শক বানিয়ে রাখেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান যোগ করে বরিশাল। এর মধ্যে ৪৭ রানই ছিল মুনিমের। অন্য প্রান্তে থাকা গেইল তখন ১১ বল খেলে করেছেন ১৪ রান।
মুনিমের ঝড় অবশ্য পাওয়ার প্লের কিছুক্ষণ পরই শেষ হয়েছে। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫১ রান করে সোহাগ গাজীর বলে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ওপেনিং সঙ্গী গেইলও দীর্ঘদিন পর রানে ফেরেন।
৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন গেইল। শেষদিকে ক্যামিও খেলেন ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসান। ২ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন সাকিব। ১ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩১ রান আসে ব্রাভোর ব্যাটে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বরিশাল।
তাদের জবাব দিতে নেমে সিলেটের হয়ে ঝড় তুলেন ইনগ্রাম। ১৬ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৯০ রান করে আউট হন তিনি। কিন্তু মাঝের ব্যাটসম্যানরা হন ব্যর্থ। শেষদিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি।
২১ বলে ৩৪ রান করে মোসাদ্দেক আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবু। ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেন তিনি। তবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বেশি করতে পারেনি সিলেট।