এক হাজারতম ম্যাচের অনন্য মাইলফলক। আজই ওয়ানডে ক্রিকেটে হাজারতম ম্যাচে এই মাইলফলক অর্জন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়েছে তামিল নাড়ুর ব্যাটার শাহরুখ খানকে। তার সঙ্গে ভারতীয় দলে অন্তর্ভূক্ত হলেন আরেক ব্যাটার, ইশান কিশানও। দু’জনই ছিলেন করোনার কারণে ব্যাকআপ। এখন চলে এলেন মূল দলে।
সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের জন্য খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে পড়েন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ারসহ একাধিক ক্রিকেটার। এ কারণেই ব্যাকআপ হিসেবে থাকা ইশান কিশান এবং শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হয়। অধিনায়ক রোহিত শর্মার পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা করা হয়েছে ইশান কিশানকে প্রথম ওয়ানডেতে ওপেনার হিসেবে খেলানো হবে।
প্রসঙ্গতঃ আজ (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। পুরো সিরিজটাই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে। চারজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ার পরে তারা আইসোলেশনে রয়েছেন। ফলে ইশান কিশান এবং শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি প্রথম ওয়ানডের জন্য ভারতীয় দলে ইশান কিশান এবং শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। রোববার আহমেদাবাদে যে ম্যাচ অনুষ্ঠিত হবে তাতে এই দুইজন থাকবেন ভারতীয় স্কোয়াডে অন্তর্ভূক্ত হলো।’
ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশাভ পান্ত, দিপক চাহার, শার্দুল ঠাকুর, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষনোই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শাহরুখ খান এবং ইশান কিশান।