মিতু আক্তার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) মধ্যরাত থেকে পরদিন শুক্রবার (৪ ফেব্রæয়ারি) দিনব্যাপী মাঝারি ঝড়োবৃষ্টিতে ফসল, বসতি ও ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে ফসলের গাছেসহ ফসল। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া, রাজারামপুর, পলিশিবনগর ও শিবনগর এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, আগাম গমের ক্ষেত বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। মাঠের ফসলকে রক্ষা করতে কাজ করছেন কৃষিশ্রমিকরা। উপজেলার উত্তর সৈয়দপুর গ্রামের আলুচাষি মো. ফজল জানান, এবার ৬২ শতাংশ জমিতে আগাম গমের চাষ করেছেন। টানা ঝড়োবৃষ্টিতে আলুক্ষেতে পানি জমে থাকায় গাম মরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্বাভাবিক অবস্থায় ওই জমিতে ২০০ থেকে ২২৫ মণ আলু পাওয়া যেতে। কিন্তু পানি জমে থাকায় সেই জমিতে ২০ থেকে ২৫ মণ আলু পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই গ্রামের আব্দুল কাইয়ুমের ৪৫ শতাংশ আলু ক্ষেত এবং শাহ আলমের ৩৭ শতাংশ জমির আলুক্ষেতে পানি জমে রয়েছে। একই সাথে এলাকার অন্যান্য শাক-সবজি জাতীয় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার পাঠকপাড়া গ্রামের আলুচাষি নিপিন চন্দ্র ও বাবলু মিয়া জানান, তারা যথাক্রমে দুই বিঘা এবং আড়াই বিঘা জমিতে আগাম জাতের আলু লাগিয়ে প্রথম দফায় আলু তুলেছেন। দ্বিতীয় দফায় আলু তোলার আগেই ঝড়োবৃষ্টিতে আলুক্ষেতে পানি জমে থাকায় আলু ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উৎপাদন একেবারেই কমে যাবে। এতে করে লোকসানে পড়তে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, গত শুক্রবার সকালে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা হাওয়া ছিল। এতে করে আগাম গমের কিছুটা ক্ষতি হতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে কৃষিকাজ ব্যাহত হয়েছে। কৃষখরা এখন আলু ক্ষেতে পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকবেন, একই সঙ্গে সার ও কীটনাশক ব্যবহার বন্ধ রাখবেন। তবে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ক্ষেত থেকে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। তবে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নের ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ করছেন। তাদের প্রতিবেদন পাওয়া গেছে ফসলের ক্ষতির পরিমাণ জানা যাবে। এ বছর উপজেলায় এক হাজার ৯৯৪ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও অধিক জমিতে আলুর চাষ হয়েছে।