সেই বেলা সাড়ে ১২টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশে বৃষ্টি । বৃষ্টির কারণে ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের ম্যাচ নির্ধারিত সময়ে (বেলা দেড়টা) শুরু হয়নি। হয়নি টসও।
হোম অব ক্রিকেটে পিচ ও ৩০ গজ পুরো কভারে ঢাকা। মিরপুরের সর্বশেষ খবর, বৃষ্টি বন্ধ হয়নি। এখনও হচ্ছে। ইলশে গুঁড়ি বৃষ্টি পড়েই চলছে।
আকাশ একদম ঘন কালো মেঘে ঢাকা না হলেও যথেষ্ট মেঘ আছে। শঙ্কার খবর হলো, খুব সহসাই মেঘ কেটে বৃষ্টি থামবে, সে সম্ভাবনা দেখা যাচ্ছে না।
স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার কাটার প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের প্রথম অংশে আসা বৃষ্টিতে ৬৪ মিনিট খেলা বন্ধ ছিল। যে কারণে ২০ ওভারের ম্যাচ পরিণত হয়েছিল ১৮ ওভারে।
বৃষ্টি যেহেতু চলছে, আজও কার্টেল ওভারের ম্যাচ হতে পারে। সেটা বৃষ্টি বন্ধ হলে। আর যদি বন্ধ না হয়, তবে আজ (শুক্রবার) বিপিএলের ম্যাচ দুটির ভাগ্যে দুর্গতি আছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় একই ভেন্যুতে শুরু হওয়ার কথা মিনিস্টার ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। কিন্তু আগে তো বৃষ্টি বন্ধ হতে হবে!