মোড়কজাতের নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে রাজধানীর বসুন্ধরা এলাকায় মেহেদি মার্ট সুপারশপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআইয়ের ভ্রামমাণ আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা করা হয়।
মোড়কজাত সনদ না থাকায় মেহেদি মার্টের বিরুদ্ধে মামলা
এসময় মেহেদি মার্টে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে ধনিয়া, ইসবগুলের ভুষি, কিসমিস, জিরা, তিল, আলু বোখরা, সরিষা, মেথী, এলাচ, সাগু, চানাচুর, বিভিন্ন ব্র্যান্ডে চিনিগুঁড়া চাল, মুগ ডাল, মিনিকেট চাল, মসুর ডাল, মাসকলাই ডাল, কাচকি শুটকি, কাঁঠ বাদাম ইত্যাদি পণ্য পাওয়া যায়। ফলে মামলার পাশাপাশি বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ১ লাখ অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) সোহাগ হায়দার অংশ নেন।