আগের দিন বিকেলে রাজধানীতে পা রেখেছেন। রাত এবং দিন পার করে আজ বিকেলেই তিনি ছুটে এলেন শেরে বাংলায়। তার চিরচেনা সেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের হোম অব ক্রিকেটে ঠিক ১১ বছর পা রাখলেন জেমি সিডন্স। সাকিব-তামিমদের সাবেক প্রধান কোচ।
বৃহস্পতিবার খুলনা টাইগার্স এবং সিলেট সানরাইজার্স ম্যাচের প্রথম অংশ শেষ হতেই হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে দেখা মিললো জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হয়ে দ্বিতীয়বার বাংলাদেশে আসা সিডন্সের। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের পর বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন সিডন্স। সে হিসেবে পুরো ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখলেন তিনি।
প্রথমে শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডের প্রেসিডেন্ট বক্সে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে এক সময় ওই হসপিটালিটি বক্সের সামনে কাঁচ ঘেরা জায়গায় খানিক্ষণ দাড়ালেন সিডন্স। সে সময় তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
ম্যাচ চলাকালীন নতুন ব্যাটিং পরামর্শকের দেখা পেয়ে মুহূর্তে তৎপর হয়ে উঠলেন উপস্থিত ফটো সাংবাদিকরা। প্রসঙ্গতঃ এখন পর্যন্ত পদ-পদবি চূড়ান্ত হয়নি তার। টাইগারদের এই সাবেক হেড কোচ আসলে কোথায় কোন পদে কাজ করবেন? এখনও নিশ্চিত নয়।
বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। বিসিবির কোন শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিশ্চিত করেননি আসলে সিডন্স কোথায় কাজ করবেন? যদিও ভেতরের খবর, জেমির কাজের ক্ষেত্র নাকি বড় থাকবে। তিনি জাতীয় দলসহ জাতীয় পর্যায়ের সব দলের জন্যই নাকি কাজ ক